আপনি জানেন? ইসলামের একটি যু-*দ্ধ সংঘঠিত হয়েছিল শুধুমাত্র একজন মুসলিম নারীকে বিবস্ত্র করার অপরাধে!
ধর্ষ'ণ তো বহু পরের কথা, মাত্র একজন মুসলিম নারীকে বিব'স্ত্র করার অপরাধের জেরে মদীনার ইহু-দী গোত্র বনু কাইনুকার বিরুদ্ধে রীতিমত যু-*দ্ধ হয়েছিল।
কাহিনী হল, ‘আরবের এক নারী তার পণ্যসামগ্রী নিয়ে বনু কাইনুকার বাজারে এসেছিল। মহিলাটি বাজারে তার পণ্য বিক্রি করে সেখানকার এক স্বর্ণকারের দোকানের সামনে বসেছিল। মহিলার মুখ নেকাবে ঢাকা ছিল। সেখানকার কিছু ইহু-দী তাকে মুখ খোলার জন্য পীড়াপীড়ি করছিল। কিন্তু সেই মহিলা মুখ খুলতে অস্বীকৃতি জানায়। তখন ইহু-দী স্বর্ণকার সেই মহিলার পেছনের দিকের কাপড়ের প্রান্ত কিছু একটা জিনিসের সাথে গিট্টু দিয়ে রাখে। ফলে মহিলাটি যখন উঠে দাঁড়াতে যায় তখনই তার কাপড়ে টান লেগে ছিঁড়ে তার নিতম্ব বিব-*স্ত্র হয়ে পড়ে। এ দৃশ্য দেখে আশপাশের ইহু-দীরা অট্টহাসিতে ফেঁটে পড়ে। মহিলা লজ্জায়, আত'ঙ্কে চিৎকার জুড়ে দেয়।
এ ঘটনা সেখানের এক মুসলিম যুবক দেখতে পেয়ে সেই ইহু-দী স্বর্ণকারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তৎক্ষণাৎ তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। কিন্তু আশপাশের ইহু-দীরাও সেই মুসলিম যুবকের উপর হামলে পড়ে তাকে খু-ন করে ফেলে। তখন সেই মুসলিমের পরিবারের লোকজন মুসলিম সমাজের কাছে ইহু-*দীদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করলে মুসলিম সমাজে প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়ে। ফলে বনু কাইনুকার যু-*দ্ধ সংঘটিত হয়।’
[সীরাতে ইবনে হিশাম : ৩/৩১৪, আল বিদায়া ওয়ান নিহায়া : ৫/৩১৯]
এই হল ইসলামে একজন নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষার নমুনা। আজকে যারা পাশ্চাত্যের থেকে নারী অধিকারের সবক নিয়ে এদেশে নারী অধিকারের স্লোগান দিচ্ছে তারা তুলনা করে দেখুক — পাশ্চাত্য একজন নারীর ইজ্জত সম্ভ্রমের কতটুকু মর্যাদা দিয়েছে আর ইসলাম কতটুকু মর্যাদা দিয়েছে!
No comments:
Post a Comment