Tuesday, May 20, 2025

সতর্কতামূলক পোষ্ট:- ""সাবধান"" মনে আছে- মিথ্যা বাচ্চা চুরির অপবাদ দিয়ে, রেনু নামের এক মহিলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিলো?

সতর্কতামূলক পোষ্ট:-    ""সাবধান"" 

মনে আছে- মিথ্যা বাচ্চা চুরির অপবাদ দিয়ে, রেনু নামের এক মহিলাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিলো?


এখন দেশে ছিনতাই হচ্ছে, ছিনতাইকারীদের কে অনেক জায়গায় পিটিয়ে মারা হচ্ছে। বা নির্দয়ভাবে নির্যাতন করা হচ্ছে।


লক্ষ্য রাখবেন; রেনুর মতো কোনো নিরপরাধ মানুষের- জীবন যেনো আর না যায়।


ছিনতাইকারী ধরার পর শতভাগ নিশ্চিত হোন।

তার পরিচিত কাউকে কল করুন।

তার মা-বাবা, ভাই-বোন, আত্মীয় স্বজনদের সাথে কথা বলুন।

জেনে নিন সে ভালো না খারাপ।

কোথায় থাকে? কি কাজ করে? ইত্যাদি।


মনে রাখবেন- একটি ভুলে একটি জীবন থেমে যাওয়া ও একটি পরিবারের আজীবনের জন্য কান্না।😥

@highlight




No comments:

Post a Comment

Syll Jam

 Syll Jam