কারো সাথে দেখা হলে যে কথাগুলো একদমই বলা উচিত না। এগুলো কটু বাক্য। এগুলো বলা এক ধরনের অভদ্রতা।
“আপনি তো অনেক মোটা হয়ে গেছেন!”
“জামাটা কোথা থেকে নিয়েছেন? গায়ে তো মানাচ্ছে না একদম।”
“বেতন কত পান?”
“বিয়ের এতদিন হলো, এখনো বাচ্চা হয় না?”
“বাচ্চাটা এত রোগা কেন?”
“ বয়স তো হলো, বিয়ে করেন না কেন ?”
“মুখে এত ব্রণ কেন?”
“এত বয়স হলো, এখনো চাকরি নেই?”
“তোমার গায়ের রঙ এত কালো কেন?”
“এতদিন ধরে সংসার করছেন, এখনো ভাড়া বাসায় থাকেন?”
“এই বয়সে এমন পোশাক পরেন কীভাবে?”
“বাবা-মা তো ফর্সা, বাচ্চাগুলো কালো হলো কী করে?”
“তোমার স্বামীর আয় কত?”
“স্বামী বিদেশে থাকে, তুমি একা থাকো কেমন করে?”
“তুমি তো আগে সুন্দর ছিলে, এখন এমন হলে কেন?”
“খাওয়া-দাওয়া করো না নাকি, এত শুকিয়ে গেলে যে?”
“তোমার বয়স কত?”
“এখনো কি আগের মতোই আছো, নাকি পরিবর্তন আসছে?”
“বাসায় শাশুড়ির সাথে কেমন সম্পর্ক?”
এগুলো আপনার কাছে হয়তো কয়েকটি বাক্য মাত্র, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছেন, তার কাছে এগুলো কাঁটার চেয়েও ভয়ঙ্কর। তাই, এগুলো বলা থেকে বিরত থাকুন।
মনে রাখবেন, সব কথা বলার না, সব প্রশ্ন করার না।সবার জীবনের গল্প এক না। তাই, কারো ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত প্রশ্ন না করাই শ্রেয়।
জ্ঞানী হোন। সংবেদনশীল হোন। মানুষকে আঘাত নয়—ভালোবাসা দিন, সম্মান দিন।
No comments:
Post a Comment